ঢাকা, বুধবার, ১৫ মে, ২০২৪

১ দিনেই দ.আফ্রিকায় ওমিক্রণে আক্রান্ত ১৬ হাজার

দক্ষিণ আফ্রিকায় চার দিনে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত বেড়েছে চার গুণ। দেশটিতে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়লেও মৃত্যুর সংখ্যা এখনও স্থিতিশীল রয়েছে।


এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।


জানা গেছে, মঙ্গলবার দেশটিতে নতুন শনাক্ত ছিল ৪৩৭৩। শুক্রবার (৩ ডিসেম্বর) শনাক্ত হয় ১৬ হাজার ৫৫ জন এবং মারা গেছেন ২৫ জন। দেশটির ন্যাশনাল ইন্সস্টিটিউ ফর কমিউনিকেবল ডিজিজের (এনআইসিডি) দেওয়া তথ্যানুযায়ী দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ছাড়িয়েছে ৩০ লাখ। যেখানে শনাক্তের হারও ২৪ শতাংশ ছাড়িয়ে গেছে।


এনআইসিডি আরও জানিয়েছে, দক্ষিণ আফ্রিকায় ওমিক্রনে আক্রান্তের মধ্যে আগে কোভিড হয়েছিল এমন রোগীও আছেন।


এনআইসিডির অণুজীববিজ্ঞানী আন ভন গটবার্গ জানান, আগে যেটা হতো, কোভিডে একবার আক্রান্ত হলে সেটা ডেলটার সুরক্ষা হিসেবে কাজ করতো। কিন্তু ওমিক্রনের বেলায় সেটা আর হচ্ছে না।

ads

Our Facebook Page